banglarchokh Logo

ফিনল্যান্ডে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা

হেলসিঙ্কি থেকে আব্দুল্লাহ ইকবাল
বাংলার চোখ
 ফিনল্যান্ডে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফিনল্যান্ডে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৯টায় রাজধানী হেলসিংকির কাম্পো স্পোর্ট সেন্টারে জামাতে ছিল উপচে পড়া ভিড়।  জামাতে বাংলাদেশি ছাড়াও অন্যান্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জামায়াতে ইমামতি পরিচালনা করনে বশির আহম্মেদ  জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


ঈদের জামাতের পর প্রচলিত প্রথা অনুযায়ী বাংলাদেশিসহ বিশ্বের অন্যান্য দেশের মুসল্লিরা কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।