banglarchokh Logo

শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় আসলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বাংলার চোখ
 শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় আসলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা

বুধবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২টার দিকে গণভবন থেকে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলার ৪২টি গ্রামে ১ হাজার ২৮৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন ও ৪৪ হাজার সংযোগের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হয়েছে।’

বিদ্যুৎ বিভাগের আয়োজনে এ সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, নোয়াখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ প্রমুখ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com