banglarchokh Logo

ডিমলা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি
বাংলার চোখ
 ডিমলা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ডিমলা উপজেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার(১০অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা সদরের বাবুরহাট এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার।
উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম, নীলফামারী সদর উপজেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান জুয়েল, নীলফামারী পৌর বিএনপির আহবায়ক মাহবুব উর রহমান, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান, ডিমলার সদস্য সচিব বদিউজ্জামান রানা প্রমুখ।
 সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অধ্যক্ষ মনোয়ার হোসেনকে সভাপতি এবং বদিউজ্জামান রানাকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com