banglarchokh Logo

দেখে নিন বিশ্বের সবচেয়ে আজব মিউজিয়াম!

ডেক্স রিপোর্ট
বাংলার চোখ
 দেখে নিন বিশ্বের সবচেয়ে আজব মিউজিয়াম!

পৃথিবীর প্রায় সব মিউজিয়ামেই এমন কিছু সংগ্রহ রয়েছে, যাদের উপস্থিতির ব্যাখ্যা পাওয়া দুরূহ। এমন বহু কিছুই বিভিন্ন হাত ঘুরে জাদুঘরে এসে জমা হয়, যার কার্যকারণ খুঁজতে হিমশিম খেয়ে যান মিউজিয়াম-কর্তারাই। রহস্যময় মমি, অভিশপ্ত মূর্তি ইত্যাদি অতি কমন ব্যাপার। সেগুলো তো থেকেই থাকে যেকোনো জাদুঘরে।
কিন্তু এসবের ওপরে থাকে এমন কিছু সংগ্রহ, যারা ঠিক কী বলতে চায়, জাদুঘর-কর্তারা নিজেরাই বুঝে উঠতে পারেন না। বিশ্বের বিভিন্ন মিউজিয়ামের এমন আজব সব সংগ্রহ এবারে আপনার হাতের মুঠোয়। খালি কয়েকটা মাউস ক্লিক দূরত্বেই রয়েছে এই যুক্তিবুদ্ধিরহিত দুনিয়া।
সম্প্রতি টুইটারে যে যার নিজের মিউজিয়ামের অ্যাকাউন্টে পৃথিবীর বিভিন্ন মিউজিয়াম প্রতিনিধি তাদের প্রতিষ্ঠানের সংগ্রহে থাকা আজব জিনিসের ছবি পোস্ট করছেন #museum101 ট্যাগ লাগিয়ে। এই ট্যাগটি টুইটারে টাইপ করে এন্টার দাবালেই এক আজব ও গা-ছমছমে বিশ্ব আপনার চোখের সামনে।

দেখা যাক এই আজব পোস্টগুলির কয়েকটিকে

                                                          লিডস মিউডিয়ামের সংগ্রহ