banglarchokh Logo

বাল্য বিয়ের অপরাধে সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতে শ্বশুর-জামাই’র জেল

মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
বাংলার চোখ
 বাল্য বিয়ের অপরাধে  সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতে শ্বশুর-জামাই’র জেল

পাবনার সাঁথিয়ায় বাল্য বিয়ের দায়ে শ্বশুর-জামাই’র ১৪ দিনের জেল দিলেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার এস,এম জামাল আহমেদ।
জানা যায়, উপজেলার ইদ্রাকপুর দাখিল মাদরাসার ৯ম শ্রেনীর ছাত্রী ও ইদ্রাকপুর গ্রামের আবু বক্কার শেখের মেয়ে বিনা খাতুনের সাথে বেড়া উপজেলার তারাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোহনের বিয়ের আয়োজন চলচ্ছিল।

গত সোমবার বিকেলে খবর পেয়ে  উপজেলা নিবর্হিী অফিসার এস,এম জামাল আহমেদ  পুলিশসহ বিয়ে বাড়িতে অভিযান চালান। এ সময় বরযাত্রী ও আয়োজকরা পালিয়ে গেলেও বর মোহন(১৯) ও শ্বশুর আবু বক্কার শেখ(৫০)কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী অফিসার শ্বশুর- জামাইকে বাল্য বিবাহ আইনে ১৪ দিনের জেল প্রদান করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com