banglarchokh Logo

বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন

বেনাপোল(যশোর)প্রতিনিধি
বাংলার চোখ
 বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন

বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন ২০১৯ এ শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন সভাপতি নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  সকাল সাড়ে ১০ টায় বুরুজবাগান হাই স্কুলে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরি সভাপতি মোঃ নাসিম রেজা পিন্টু।স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আমিনুর রহমান।

সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য করেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি, স্কুলের সিনিয়র শিক্ষক মাওঃ মিজানুর রহমান, মাৗঃ নূর মোহাম্মদ জিহাদী, মাহাবুবুর রশিদ, নজরুল ইসলাম,আলা উদ্দিন, শেফালী খাতুন, নাছিমা খাতুন, মোঃ মিজানুর রহমান প্রমুখ। সভায় আলোচনা শেষে স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষক/শিক্ষিকা মন্ডলির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com