banglarchokh Logo

মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

এস. এম. রাসেল, মাদারীপুর
বাংলার চোখ
 মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মঙ্গলবার  মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
সকাল ১০টায় মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলান প্রশাসকের কার্যালয়ের গিয়ে শেষ হয়।
অপরদিকে, বেলা সাড়ে ১১টায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর উদ্যোগে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস. এম. রাসেল, জেলার সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, মানবাধিকারকর্মী বেলাল রিজভী, সাব্বির হোসাঈন আজিজ, নাজমুল হক, সাংবাদিক ও শিক্ষক গাউস-উর রহমান বক্তব্য রাখেন। এ সময় জাহিদ, সুইটি আক্তার ও নাসির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ও উপজেলায় আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন, রচনা ও আবৃতি প্রতিযোগিতা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com