banglarchokh Logo

গোপালগঞ্জে ৫টি ইট ভাটা ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ
বাংলার চোখ
 গোপালগঞ্জে ৫টি ইট ভাটা ধ্বংস

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকা এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে ৫টি ইট ভাটা ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক অমিত রায় ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুর রহমান জানান, সদর উপজেলার পুখুরিয়া, মধুপুর ও পাটকেল বাড়ি এলাকার অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ও পরিবেশ অধিদপ্তর। এ সময় পুখুরিয়া গ্রামের হাশেম ব্রিকস, স্টার ব্রিকস ও জায়েদা ব্রিকস, মধুপুর এলাকার কিং ব্রিকস এবং পাটকেলবাড়ি গ্রামের লালপরী ব্রিকসের অনুমোদন না থাকায় এবং ড্রাম চিমনী ব্যবহার করায় ধ্বংস করা হয়।

এ সব ইট ভাটাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালিয়ে আসছিল। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com