banglarchokh Logo

যুবদলের পাপলু লন্ডনে, সিলেটে বিস্ফোরণ মামলার আসামি হলেন

ডেক্স রিপোর্ট
বাংলার চোখ
 যুবদলের পাপলু লন্ডনে, সিলেটে বিস্ফোরণ মামলার আসামি হলেন

যুক্তরাজ্যে থেকেও সিলেটে ককটেল বিস্ফোরণের মামলায় আসামি করা হয়েছে সিলেট জেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলুকে। গতকাল শুক্রবার সিলেট কোতোয়ালী মডেল থানায় পুলিশের দায়ের করা মামলায় পাপলুকে ২৯ নাম্বার আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আপিল বিভাগ থেকে নামঞ্জুর করার পর সিলেট নগরীতে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করলে তালতলা পয়েন্টে গিয়ে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়। পুনরায় একটি মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে এগুতে থাকলে সবুজ বিপণীর সামনে আসার পর বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানায়। এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানার এস আই অঞ্জন কুমার দাশ বাদী হয়ে বিএনপির ৩৮ নেতাকর্মীরা নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। উল্লেখিত আসামিদের মধ্যে সিদ্দিকুর রহমান পাপলুর নামও রয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু যুক্তরাজ্যে তার পরিবারের দেখা করতে গেছেন। তিনি তার স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে সৌদি আরবে ওমরাহ্‌ করতে সেখানে গেছেন বলে এক বিএনপি নেতা জানিয়েছেন। পাপলু যুক্তরাজ্যে অবস্থান করলেও সিলেটে বিস্ফোরণ মামলায় কিভাবে জড়িত হলেন এটা নিয়ে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। পুলিশ ভুয়া মামলা দিয়েছে যার প্রমাণ, দলের একজন ব্যক্তি দেশের বাইরে থাকলেও তাকে আসামী করা হয়েছে। সাজানো মামলা দিয়ে বিএনপিকে নিঃশেষ করা যাবে না।সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com