banglarchokh Logo

সুন্দরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
বাংলার চোখ
 সুন্দরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

গাইবান্ধার সুন্দরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি স্মরণে আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। ইউএনও সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম, সহকারি কমিশনার (ভূমি) রাসেল মিয়া, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর এমদাদুল হক বাবলু প্রমুখ। পরে স্থানীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। শেষে শহীদ বুদ্ধিজীবিসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন- উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা অধ্যক্ষ আজিজুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com