banglarchokh Logo

দিনাজপুর লেখক পরিষদের কবিতা গ্রন্থ “রংধনু”এর জন্য কবিতা আহবান

প্রেস বক্স
বাংলার চোখ
 দিনাজপুর লেখক পরিষদের কবিতা গ্রন্থ “রংধনু”এর জন্য কবিতা আহবান

 সাহিত্যে বন্ধাত্ব্য কাটিয়ে সুস্টিও লক্ষে “মজিববর্ষ” উপলক্ষে দিনাজপুর লেখক পরিষদ কবিতা গ্রন্থ “রংধনু” প্রকাশ করতে যাচ্ছে।
এজন্য দেশের সকল কবিদের কাছে  জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত একটি ও নিজের পছন্দের আরেকটিসহ মোট দু’টি কবিতা,কবি পরিচিত এবং এককপি ছবি আগামী ২৫ জানুয়ারি’২০২০ এর মধ্যে lalmiahdgc@gmail.com,shahidinajpur@gmail.com ই-মেইল করতে আহবান জানিয়েছেন,পরিষদের সভাপতি ত্র্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি এবং সাধারণ সম্পাদক শাহ্ আলম শাহী।
প্রয়োজনে ০১৭৩১৭৩৩৪৯০,০১৭১৫২০৪৬০০,০১৭১৫৩৭৮৯৩৮,০১৭১৭৪৪৭৮১১ ও ০১৭১২৮০৮০৯০ মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com