banglarchokh Logo

নির্বাচন ইশতেহারে মেয়র প্রার্থীদের কাছে সাইকেল লেন সংযোজনের দাবিতে " মানববন্ধন

ডেক্স রিপোর্ট
বাংলার চোখ
 নির্বাচন ইশতেহারে মেয়র প্রার্থীদের কাছে সাইকেল লেন সংযোজনের দাবিতে   মানববন্ধন

 শুক্রবার,সকাল ১০টায় জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের আয়োজনে নির্বাচন ইশতেহারে মেয়র প্রার্থীদের কাছে সাইকেল লেন সংযোজনের দাবিতে "মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, আমিনুল ইসলাম টুব্বুস,আর উপস্থিত ছিলেন জাতীয় সচেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন মনির, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান,মন্জুরুল হোসেন ঈশা,, নাগরিক অধিকারের সভাপতি, নাজিমউদ্দীন নাজিম নাজিম বাংলাদেশ সচেতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি,শহীদ মাহমুদ শহীদুল্লাহ প‌রিবেশ আ‌ন্দোলন ম‌ঞ্চ এর সভাপতি,
আমির হাসান মাসুদ, সাংবাদিক শাওন, বিডি ক্লিক উপদেষ্টা শাকিকুল রহামান, বিডি ক্লিক সমন্বয়ক আফ্রিদি আশরাফ,সহ দেশের গণ্য মাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নগরের যানজট সমস্যার কারণে দেশে প্রতি বছর ক্ষতি হচ্ছে ৫৫ হাজার কোটি টাকা, প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা। ঢাকা শহরের এই যানজট মনে কষ্ট দেয় ।
অনেক রোগী সময় মতো হাসপাতালে পৌছাতে পারে না, সময় নিয়ে বাচ্চারা বের হলেও সময়মতো স্কুলে যেতে বা ফিরতে পারে না। যানজটের সমস্যা নিয়ে অনেক পরিকল্পনা, উন্নয়ন হচ্ছে,কিন্তু যানজট একটি প্রশ্ন? এর উত্তর খুবই সহজ, নাগরিক সুস্বাস্থ্যের ও সহজ জনপদ তৈরির লক্ষ্য সাইক্লিং বিকল্প কোন কিছু নেই,
সাইক্লিং তরুণের মাঝে উদ্ধুদ্ধ করতে হলে পৃথক সাইকেল লেন বাস্তবায়ন করাতে হবে, মটর যানবহন বাইসাইকেল একত্রে চলাচল নিরাপদ নয় বিধায় সাইক্লিস্টদের জন্য সাইকেল লেন বাস্তবায়ন জরুরী। সাইক্লিস্টরা
মনে করে পৃথক সাইকেল লেন বাস্তবায়নে নগরের ৫০%যানজটরোধ করা সম্ভাবনার দুয়ার খুঁজে পায়। সংবাদপত্রে বছরের প্রথম একজন সাইক্লিস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হতে হয়। যা সাইক্লিস্টদের জন্য আনন্দঅশ্রুতে মন হয়েছে বেদনাদায়ক। প্রতিরোধ,প্রতিবাদে আমাদের রুখে দাঁড়াতে হয়। মন ভুলানো সকল আনন্দ কে বিসর্জন দিয়ে আজকের মানববন্ধন ও অধিকারের ডাক দেয়ার আয়োজন।
উক্ত অনুষ্ঠান আপনার গণমাধমে যথাযথ ভাবে তুলে ধরার জন্য বিনীত ভাবে অনুরোধ ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com