banglarchokh Logo

শিল্পা শেঠি এক যুগ পর সিনেমায় ফিরতে যাচ্ছেন

বিনোদন ডেক্স
বাংলার চোখ
 শিল্পা শেঠি এক যুগ পর সিনেমায় ফিরতে যাচ্ছেন

অনেক দিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না বলিউড তারকা শিল্পা শেঠিকে। সিনেমায় দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠান কিংবা শোতে দেখা মিলছে প্রতিনিয়তই। প্রায় ১৩ বছর পর সিনেমায় কাজ করতে চলেছেন।

ছবির নাম ‘হাঙ্গামা ২’। ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শনা। আজ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। আজ নিজের ইনস্ট্রগ্রামে একটি ভিডিও পোস্ট করে শিল্পা লিখেন, আজ থেকে নতুন করে শুরু। আজ হাঙ্গামা-২ ছবির প্রথম দিন। ছবিটি নিয়ে আমি বেশ উত্তেজিত এবং নার্ভাস। সবার দোয়া ও ভালবাসা চাই।

এর আগে ২০০৩ সালে নির্মিত হয়েছিল কমেডি ছবি ‘হাঙ্গামা’। ছবিটি বেশ সারা পেয়েছিল তখন। সেই ধারাবাহিকতায় ১৬ বছর পর একই পরিচালক নির্মাণ করতে চলেছেন ছবিটির সিক্যুয়াল।

ছবিটিতে শিল্পা শেঠি ছাড়াও আরও অভিনয় করছেন পরেশ রাওয়াল, মিজান, প্রণিতা প্রমুখ। ২০১৩ সালে নির্মাতা প্রিয়দর্শন নির্মান করেছিলেন ‘রা’ঙ্গ’রেজ’ সিনেমা। ‘হাঙ্গামা ২’ সিনেমা দিয়ে ৬ বছর পর নির্মাণে ফিরলেন প্রিয়দর্শন।

‘হাঙ্গামা ২’ ছাড়াও শিল্পা কাজ করবেন ‘নিকাম্মা’ নামের একটি ছবিতে। ছবিটি পরিচালনা করবেন সাব্বির খান।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com