 |
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জয়পুরহটে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে।
আজ শনিবার সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধানের বাড়ীর সামনের প্রংগনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটীর প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বক্তব্যে বলেন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাকে জেলে দিয়ে তিলে তিলে প্রান নাশের চেষ্টা চালাচ্ছে। তিনি এতটাই অসুস্থ যে, তিনি হাত দিয়ে খেতেও পারছেনা।হাত বাকা হয়ে গেছে, ডায়াবেটিসের সুগার কন্ট্রোলে থাকছেনা, হাটুর ব্যাথায় কাতরাচ্ছে। অথচ তাকে জামিন ও দেয়া হচ্ছেনা। উনাকে উচ্চতর চিকিৎসা না দিলে তাকে বাচানো সম্ভব নয়।
খুনের আসামী জামিন পায় আর তিনবারের প্রধানমন্ত্রী একটি দলের চেয়ারপার্সন তিনি জামিন পায়না।
এইজন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে সবাইকে একতা বদ্ধ ভাবে এক হয়ে কাজ করতে হবে। আগামীতে ব্যাপক আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার জন্য নেতা কর্মীদেও প্রতি আহবান জানান।
আরও বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র, সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ ফজলুর রহমান, সাবেক হুইপ সংসদসদস্য আবু ইউছুফ খলিলুর রহমান , জেলা যুগ্ন সাধারন সম্পাদক মোজাহার আলী প্রধানের পুত্র মাসুদ রানা প্রধান। সহ সভাপতি অধ্যক্ষ শামছুল হক, অধ্যপক আমিনুর রহমান বকুল, ইব্রহীম ফকির, সেলিম রেজা ডিউক, গোলজার হোসেন, জেলা যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট, জেলা ছাত্রদলেরর সভাপতি মামুনুর রশিদ, সাধারন সম্পাদক আদনান, আবু রায়হান উজ্জল। মনজুওে মওলা পলাশ,সাবেক ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল শত শত নেতা কর্মী গন উপস্থিত ছিলেন।