banglarchokh Logo

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাংলার চোখ
 চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে সরকারী নির্দেশনায় কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মুজিব মঞ্চে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক। এ সময় জাতীয় পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শণ করেন পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আনোয়ারসহ প্রশাসেনর বিভিন্ন স্তরের কর্মকতা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্তোলনের পর করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ও জনসচেতনতায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীকে হারিয়ে স্বাধীনতা অর্জন করেছে বীর বাঙ্গালী জাতি। আর এবার আমাদের যুদ্ধ করোনা ভাইরাসের বিরুদ্ধে। আর তাই সরকারী নির্দেশ মেনে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারও এই যুদ্ধে আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ।
এদিকে, দিবসটি পালন উপলক্ষ্যে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মো. আব্দুল ওদুদ বিশ্বাস। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা মহিলা লীগের সভাপতি আলহাজ্ব সাকিনা খাতুন পারুল, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটু, পৌর আওয়ামীলীগ সদস্য ডা. গোলাম রাব্বানী, আওয়ামীলীগ নেতা মো. আজিমুল আহসান রিমন, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আবু সালেহ হাম্মাদ, আব্দুর রাকিবসহ জনাকয়েক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে সারাদেশে স্বাধীনতা ও জাতীয় দিবস সংক্ষিপ্তভাবে পালনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আওয়ামীলীগ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com