banglarchokh Logo

গোপালগঞ্জে এমপির পক্ষ থেকে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ
বাংলার চোখ
 গোপালগঞ্জে এমপির পক্ষ থেকে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে তিন সহস্রাধিক অসহায় ও দু:স্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল থেকে উপজেলার মুকসুদপুর, খান্দরপাড়া বেজড়া ভাটরাসহ বিভিন্ন স্থানে দুই হাজার পিস শাড়ী ও এক হাজার পিস লুঙ্গি বিতরণ করেন সাংসদ কন্যা ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা খান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শেখ আতিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মুক্তু মুন্সি, ত্রান ও সম্পাদ কল্যাণ সম্পাদক হায়দার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংসদ কন্যা কানতারা খান বলেন, শুধু করোনা দূয্যোগ নয় সব সময়ই আমার বাবা ফারুক খান আপনাদের পাশে রয়েছে। এই ঈদে আপনাদের জন্য সমান্য উপহার পাঠিয়েছে। করোনা দূয্যোগসহ সব সময় আপনাদের জন্য আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com