banglarchokh Logo

তোর সাথে ভাব- গোপনে

সাইফ আলী
বাংলার চোখ
 তোর সাথে ভাব- গোপনে

তোর হৃদয়ের সাথে আমার গোপন বোঝা-পড়া; মৃত্যুঞ্জয়ী প্রেম!

শত শত শতভাগ নীরবয়ব।

কেন যেন তোকে বড্ড অন্যরকমভাবে ভালোলেগে গিয়েছে।

হৃদয় দিয়ে ছুঁয়ে ফেলেছিস তুই আমার শূন্য-ভুবন-শীর্ণকায়- জীর্ণশীর্ণ ফুলদানি।

তোকে নিভৃতানুভবে অধিকার করার ইচ্ছে এবং ক্ষমতা দু`টোই কেবল আমার-ই।

কখনো কি শুধাই সে কথা?

জানি, তোর ভাবনার ফুলবাগানজুড়ে সর্বত্রই দখল অন্য কারো-
যেখানে আমার অস্তিত্ব, উপস্থিতি বিন্দুমাত্র নেই;

কিন্তু আমার পবিত্র ভাবনার আঙিনাজুড়ে সর্বত্রই বিচরণ- কেবল শুভ্র অধরার। তোর!

আমার পোড়া মনের খবর রাখিস-
মরিচিকা মায়াবতীর প্রতি আমার এ দাবির শলীলসমাধি।

মেঘকন্যা!
তোকে ভালোলাগার সবটুকু অনুভূতি শুভ্রমেঘে ঢেকে যায়।

তারপরও তা আমার পাগল মনের সবগুলো জানালা-কপাট তছনছ করে ভেঙে-চুরে, ছটফট করে গুমড়ে কেঁদে মরে-

এ দ্বায়-ও একমাত্র আমারই।

তোকে ভালোবাসি নীরবয়ব।

আমার এ সূচী অপরাধে, মনের আজীবন কারাবাসে আমিই!

তোর বিক্ষুব্ধ অভিযোগে নয়-
আমার অতৃপ্ত দুষ্টু মন-বদনের এ কারাবাস;
তোকে নিভৃতে অসীম ভালোলাগার কারণ!

কবি সাইফ আলী

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2021 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com