banglarchokh Logo

হাসেমের কান্না

হুমায়ুন কবির
বাংলার চোখ
 হাসেমের কান্না

হাসেম আলী খান সাহেব

বাড়ি চৌহালী
হেঁটে তিনি যেতে চান
বগুড়ার গাবতলী।

সেথায় থাকে মা ও স্ত্রী
সাথে পুত্রধন
একলা হাসেম ঢাকায় থেকে
কাঁদে সারাক্ষণ।

শূন্য পকেট দেখে কেউ
বুদ্ধি দিল তারে
হেঁটেই বাছা পোঁছো বাড়ি
রাতের অন্ধকারে।

আগু- পিছু না ভেবে
হাসেম আলী ভাই
পথে নেমে পথেই ঘোরে
বাড়ির দেখা নাই।

অবশেষে ক্লান্ত হাসেম
দুঃখনদীর পাড়ে
একলা বসে কাঁদে আর
দীর্ঘশ্বাস ছাড়ে।

   হুমায়ুন কবির কবি ও লেখক

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2021 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com