হাসেম আলী খান সাহেব
বাড়ি চৌহালী
হেঁটে তিনি যেতে চান
বগুড়ার গাবতলী।
সেথায় থাকে মা ও স্ত্রী
সাথে পুত্রধন
একলা হাসেম ঢাকায় থেকে
কাঁদে সারাক্ষণ।
শূন্য পকেট দেখে কেউ
বুদ্ধি দিল তারে
হেঁটেই বাছা পোঁছো বাড়ি
রাতের অন্ধকারে।
আগু- পিছু না ভেবে
হাসেম আলী ভাই
পথে নেমে পথেই ঘোরে
বাড়ির দেখা নাই।
অবশেষে ক্লান্ত হাসেম
দুঃখনদীর পাড়ে
একলা বসে কাঁদে আর
দীর্ঘশ্বাস ছাড়ে।
হুমায়ুন কবির কবি ও লেখক