banglarchokh Logo

ছুটি শেষে আবার শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন

স্পোর্টস ডেস্ক
বাংলার চোখ
 ছুটি শেষে আবার শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন

ঈদুল আজহার বিরতি শেষে আগামী শনিবার থেকে আবার ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ঈদের আগে এই কর্মসূচিতে ১৪জন ক্রিকেটার যোগ দিয়েছিলেন। দেশের পাঁচটি আলাদা ভেন্যুতে খেলোয়াড়রা ব্যক্তিগত অনুশীলন করেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে অংশ নেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। খুলনায় নুরুল হাসান সোহান ও মাহাদী হাসান, সিলেটে সৈয়দ খালেদ ও নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রামে নাঈম হাসান অনুশীলন করেন।


বিসিবির চিকৎসক ডা. দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তিগত অনুশীলন কার্যক্রম শনিবার থেকে আবার শুরু হবে। খেলোয়াড়রা ঈদের আগে যেমন করে অনুশীলন করেছেন, তেমনি করেই এবারো অনুশীলন করবেন। আশা করছি এবার আরো বেশি খেলোয়াড় যোগ দেবেন।’

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছে। সিরিজটি জুলাই-আগস্টে হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে সিরিজটি স্থগিত করা হয়েছিল।

আইসিসি অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার বিসিবি ও ক্রিকেট শ্রীলঙ্কা অক্টোবরে সিরিজটি আয়োজনের জন্য আলোচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাগতিক শ্রীলঙ্কা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2021 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com