রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দূর্ঘটনায় আরোহী নিহত, চালক আহত হয়েছেন।
নিহতের নাম রাজু (৩০)। আহত আরিফ (৩৫)। বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে ঘটনাটি ঘটে।
গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আরোহী রাজু কে সোয়া দুই টায় মৃত ঘোষণা করেন। চালক আরিফ চিকিৎসাধীন রয়েছেন।
সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের (এ,এস,আই) আব্দুল খাঁন মৃতদেহ ময়নতদন্তের জন্য মর্গে রাখা আছে।
আহত আরিফ জানায় দুই বন্দ্ধু মিলে চিটাগাং রোড থেকে মোটরসাইকেল যোগে আগার গাঁও তালতলা যাওয়ার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপরে পিছন থেকে হঠাৎ অজ্ঞাত গাড়ির ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যান।
পরে পিছন থেকে আসা যাত্রীবাহী বাস আমাদের দুইজনকে চাপা দেয়। আরিফ জুতার ব্যাবসা রয়েছে আগারগাঁওয়ে। সেখানেই তার বাসা।