ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
শনিবার মুক্তাগাছা উপজেলার মানকোনের রায়থুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
নিহতরা হলেন- মুক্তাগাছার অটোরিকশার চালক শ্রীরামপুরের আলাদুল (৩৪), মলাজানীর নজরুল ইসলাম (৩৫), নুর মোহাম্মদ (৩০), টাঙ্গাইলের মধুপুুরের তাসলিমা আক্তার (২৬), লিজা আক্তার (১৩)। বাকি ২ জনের নাম জানা যায়নি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার সরোগঞ্জ বাজারে বাসচাপায় ৬ জনের মৃত্যু হয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- মিলন হোসেন, সদর উপজেলা পানিসম্পদ বিভাগের টেকনিশিয়ান ও সোহাগ, শরীফ, ষষ্ঠী, রাজু ও কালু।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেল, একটি আলমসাধু ও একটি পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। আস