banglarchokh Logo

টেকনাফে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
বাংলার চোখ
 টেকনাফে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ

মানসিক ভারসাম্যহীন জেসমিন আক্তার (২০) নামে এক নারী তাহার তিন বছরের মেয়ে আসমাউল হুসনা (মনি) সহ গত একমাস যাবৎ নিখোঁজ রয়েছে। সে টেকনাফ উপজেলার নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের ৮৫৫ নং শেডের ৩ নং রুমের `সি` ব্লকের বাসিন্দা। এমআরসি নং- ৮৮৫৮।

নিখোঁজ জেসমিনের মা সমশুন নাহার জানিয়েছেন, গত ১৬ জুলাই আনুমানিক বিকাল আড়াইটার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে অদ্যবধি ফিরে আসেনি। ইতিমধ্যে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেয়া হয়েছে।

সমশুন নাহার আরো জানায়, নিখোঁজ মেয়ে জেসমিনের গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, চুল মাঝারি, শারিরীক গঠন মাঝারি, উচ্ছতা ৫ ফুট, ফরনে ছিল কালো সেলোয়ার-কামিজ, ডান চোখের নীচে কালো দাগ আছে, টেকনাফের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং নাতনী আসমাউল হুসনা (মনি) এর গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ২ ফুট ৪ ইঞ্চি, পরনে বার্মিজ ড্রেস, অল্প অল্প কথা বলতে পারে।

এব্যাপারে টেকনাফ মডেল থানায় গত ৮/৮/২০২০ ই তারিখ সামশুন নাহার জিডি করেছেন। যার নং- ২৪৪।
কোন হৃদয়বান ব্যক্তি উক্ত নিখোঁজদ্বয়ের সন্ধান পেলে ০১৮২৯ ২৫৭৭৬২ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2022 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com