banglarchokh Logo

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন নিয়ে কৃষকলীগের সভা

ফরিদপুর প্রতিনিধি
বাংলার চোখ
 ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন নিয়ে কৃষকলীগের সভা

আসন্ন ফরিদপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে সভা করেছে জেলা কৃষকলীগ। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক ভোলা মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন- প্রফেসর আবুল কাসেম, প্রদীপ কুমার দাস লক্ষন, খন্দকার মনজুর আলী, শেখ আক্তার হোসেন প্রমুখ।

সভা আগামী ২০ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে কৃষকলীগের কি ভূমিকা থাকবে সে বিষয়ে আলোচনা হয়।

সভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী শামসুল হক ভোলা মাস্টার বলেন, এই নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই জয় আমাদের সুনিশ্চিত হবে। যে কোন নির্বাচনই একটা চ্যালেঞ্জ। তাই এটাকে হালকাভাবে নেওয়া যাবে না।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com