banglarchokh Logo

ইবির গনিত বিভাগের নতুন সভাপতি ড. আনিছুর রহমান

ইবি প্রতিনিধি
বাংলার চোখ
 ইবির গনিত বিভাগের নতুন সভাপতি ড. আনিছুর রহমান

ইসলামী বিশ্ব বিদ্যালয়ের (ইবি) গনিত বিভাগের নতুন সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো: আনিছুর রহমান নিয়োগ পেয়েছেন। সোমবার বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো: আবুল কাওসারের মেয়াদ শেষ হওয়ার নতুন সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো: আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি বিশ^বিদ্যারয়ের বিভিন্ন হলের হাউজ টিউটর, সহকারী প্রক্টর এবং ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2021 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com