গোপালগঞ্জের মুকসুদপুরে স্কুল ছাত্রীদের আত্ম-নির্ভরশীল হিসাবে গড়ে তুলতে দুইটি স্কুলের ৩৪জন শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। এলপিজিএসপির অর্থায়নে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এসব সাইকেল বিতরণ করা হয।
আজ বৃহস্পতিবার দুপুরে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বাই বাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফয়জুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুলু হোসেন, ফারুক খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ সরকার, ডিএফ এলপিজিএসপি-৩ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা গৌরাঙ্গ কুন্ডুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ সালিনা বক্স উচ্চ বিদ্যালয় ও ফারুক খান উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ৩৪জন শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ বলেন, এই সাইকেল পাওয়ায় স্কুল ছাত্রীরা নির্বিঘ্নে স্কুলে যেতে পারবে। এতে একদিকে যেম সময় কম লাগবে অন্য দিকে গরীব শিক্ষার্থীরা অর্থিকভাবে লাববান হবে।