banglarchokh Logo

বিশ্বাস

দেওয়ান মাসুদা সুলতানা
বাংলার চোখ
 বিশ্বাস

অবিশ্বাস আর বিশ্বাস!
কোনটি আছে বলো?
ক্ষুধার জ্বালায় হিংস্র পশুরা
তবু ও বুঝে শিশু হত্যা নয় ভালো!
তুমি কি মানুষের মধ্যে পার্থক্য বুঝ!
বুঝনা !তাই তো তুমি মানুষ রূপি দানব।
রাক্ষসের মতো হানা দিয়ে আজ নিজেই সাধু সাজো?
খোঁজ পাপ, ভাবৌ তোমার মতো সব্বাই!
এইসব চিন্তা ছাড়ো।
সৃষ্টিকর্তার লিলায় এক ঝড়ের কবলে পরা মানুষ আমিই
স্রোতে আমার তরী তোমার ঘাটে ভিড়েছিল
বড় দাম দিয়েছো তার!
কত মূল্যায়ন করি তোমায়
তুমি তার মূল্য দিয়েছো পথে ,ঘাটে , নানান রকম আঙ্গীনায়।
সেই দিনের কথা মনে পড়ে?
একদিন তো নতুন করে ফুটে ছিলাম তোমার জন্য
তুমি অমূল্য সম্পদ বুঝলে না।
নর্দমার ময়লা ,আবর্জনা দেখলে তোমার হূস থাকে না
তুমি ডুবলে,খুবলে খুবলে খুড়ালে তোমার নাঙ্গল ফলা
সেইদিন তোমার মুখ আমি ও দেখেছি
ধিক্ ধিক্ ওরে আমার ভালোবাসা!
ওরে আমার অস্তিত্বের বিশ্বাস !
সেই দিনের নিরব কান্না
আজ মিথ্যা বলা শিখল
শিখলো বিশ্বাস কি!
আর তুমি আমাকে বিশ্বাস কাকে বলে শেখাও?
মানুষ যদি বুঝতে পারতো সে নিজেই কি?
তাহলে হয়তো শেষরক্ষা হতো
শান্তির দার খোলে যেত জগতের,
কিন্তু যারা বিশ্বাস নষ্ট করে
তারাই খুঁজে বিশ্বাস
"কথা কথায় বলে সত্যি করে বল"
আসলে সত্য কি তারা অনুভব করতে পারে না
এটাই তাদের অসুখের চাবি।
 
:কবি ও লেখক

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2021 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com