banglarchokh Logo

নরসিংদীতে কীটনাশক পানে ২ সহদরের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
বাংলার চোখ
 নরসিংদীতে কীটনাশক পানে ২ সহদরের মৃত্যু

নরসিংদীতে কীটনাশক পানে তাওহিদ (৩) ও জিয়াদ (৪) নামে ২ সহোদর করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা নৌকার মাঝি আয়েত আলীর ২ শিশুপুত্র তাওহিদ ও জিহাদ খালিঘরে মা বাবার অনুপস্থিতিতে ঘটনার দিন ঘরে রাখা দানাদার জাতীয় কীটনাশককে বিদেশী চকলেট মনে করে খেয়ে ফেলে। এতে তাদের অবস্থা বেগতিক হয়ে পড়ে। তাদের প্রতিবেশীরা এসে অবস্থা বেগতিক দেখে ডাক-চিৎকার শুরু করলে পাশের বাড়ীতে কাজে থাকা শিশুদের মা দৌড়ে গিয়ে শিশুদেও এই অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এ সংবাদ ছড়িয়ে পড়লে আয়েত আলীর বাড়ীতে আত্মীয় স্বজনসহ শত শত লোক ভীড় জমায় এবং শিশু পুত্রের মৃত্যুতে সমবেদনা জানান।
নরসিংদী সদর থানা পুলিশের ওসি গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2021 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com