banglarchokh Logo

হাতিরঝিল লেকের পাড়ে সেফটি ট্যাঙ্কি বিস্ফোরণ, ৩ শিক্ষার্থী দগ্ধ

আমিনুল ইসলাম বাবু স্টাফ করেসপন্ডেন্ট
বাংলার চোখ
 হাতিরঝিল লেকের পাড়ে সেফটি ট্যাঙ্কি বিস্ফোরণ, ৩ শিক্ষার্থী দগ্ধ

রাজধানীর হাতিরঝিল লেকের পাড়ে সেফটি ট্যাঙ্কি বিস্ফোরণে ৩ শিক্ষার্থী দগ্ধ।দগ্ধরা হলেন,ফরহাদ হাসান মঈন (২১), আল কাবিদ(২২) দুজনে ঝিনাইদা কেসি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এরা দুজনেই একে অপরের বন্ধু। মমিনুচ সালেহীন সিয়াম,(১৮) কুষ্টিয়া সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হাতিরঝিল লেকপার মহানগর প্রজেক্টে ২নং গেটের বিপরীত পাশে ব্রিজের নিচে এ ঘটনাটি ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বন্ধু সাঈদ আল সাদাফ তিনি বলেন, এদের দুজনের বাড়ি ঝিনাইদা সদরে বন্ধু কাবিদের বারডেমে একটি ইন্টারভিউ ছিল সেজন্য তারা গ্রাম থেকে সাভার নবীনগর এক বন্ধুর বাসায় ওঠেন। বিকেলে কয়েক বন্ধু মিলে হাতিরঝিলে ঘুরতে গিয়ে লেকের পাড়ে উঁচু একটি ট্যাংকের উপরে বসে গল্প করছিলেন হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে এতে তারা দগ্ধ হয়। পরে রাত পৌনে আটটায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসি। দগ্ধ সিয়াম বলেন আমি বেশ কিছুদিন আগে দিন আগে কুষ্টিয়া থেকে আমার বড় ভাইয়ের বাসা মগবাজার সেখানে বেড়াতে এসেছি বিকেলে হাতিরঝিল ঘুরতে গিয়েছিলাম। দগ্ধ অপর দু`জন পূর্ব পরিচিত পরিচিত একই সঙ্গে ওই ট্যাংকের উপরে বসে গল্প করতে ছিলাম হঠাৎ বিস্ফোরণে আমিও দগ্ধ হই । অত্র ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জালাল,ফরহাদ হাসান মঈন (২১),২৪ শতাংশ আলকাবিদ(২২)৩ শতাংশ,মমিনুচ সালেহীন সিয়াম,(১৮)১৫ শতাংশ পুড়ে গেছে। এদের তিনজনের মধ্যে আল কাবিদ কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অপর দু`জন ভর্তি রয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2021 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com