banglarchokh Logo

তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

ডেস্ক রিপোর্ট
বাংলার চোখ
 তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৪১ জন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

দেশটির দক্ষিণাঞ্চলে কাওসিউং শহরে আজ বৃহস্পতিবার সকালে ১৩ তলা একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা নিয়ন্ত্রণে আনার আগেই অল্প সময়ের মধ্যে আগুন ওই ভবনের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে।

তাইওয়ানের সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের জানালা দিয়ে আগুন বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা।

অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা বলছেন, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের বেশির ভাগই ৭ তলা ও ১১ তলার বাসিন্দা। এসব তলায় আবাসিক ভবন ছিল। আর ভবনের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত বাণিজ্যিক কার্যালয় ছিল। এ কারণে সেখানে নিহতের সংখ্যা কম। তবে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

পার্সটুডে

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2022 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com