banglarchokh Logo

দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা ব্যহত: মন্ত্রী বললেন ‘কারিগরি ত্রুটি’

ডেস্ক রিপোর্ট
বাংলার চোখ
 দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা ব্যহত: মন্ত্রী বললেন ‘কারিগরি ত্রুটি’

দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। ঢাকাসহ অন্যান্য জেলা থেকে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ার সংবাদ আসছে।

আজ শুক্রবার ভোর থেকে দ্য ডেইলি স্টারকে মোবাইল ইন্টারনেট সেবা ব্যহত হওয়ার কথা জানিয়েছেন বেশ কয়েকজন গ্রাহক।

এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডেইলি স্টারকে বলেন, `কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। বিষয়টি চিহ্নিত করার চেষ্টা চলছে। যে কোনো সময় আবার মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে।`

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার কুমিল্লাসহ আশপাশের এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরে কক্সবাজার, ব্রাক্ষণবাড়িয়াসহ আরও কয়েকটি জেলার গ্রাহকরা থ্রি জি ও ফোর জি ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধায় পড়েন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2022 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com