banglarchokh Logo

শেরপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র নয়া সভাপতি আরজু ও সম্পাদক শামীম

শাহরিয়ার মিল্টন বিশেষ প্রতিনিধি
বাংলার চোখ
 শেরপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র নয়া সভাপতি আরজু ও সম্পাদক শামীম

 বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শেরপুর সদর উপজেলা শাখার কমিটি পুনঃগঠন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) বিকেলে শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যায়ল মাঠে এ সামবেশ অনুষ্ঠিত হয়।

মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র সহ সভাপতি ও জেলা শাখার সভাপতি নুরুন্নাহার খানম। এসময় সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সৈয়দ শাহাদাত হোসেন আরজুকে সভাপতি ও মো. জুলফিকুর রহমানকে নির্বাহী সভাপতি এবং মোহাম্মদ সামছুজ্জামান শামীমকে সাধারণ সম্পাদক ও মো. রুহুল আলম মুকুলকে নির্বাহী সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিউল আলম সোহাগকে সাংগঠনিক সম্পাদক করে এক বছর মেয়াদি ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2022 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com