banglarchokh Logo

বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের এক্সিম ব্যাংকের বৃত্তি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ
বাংলার চোখ
 বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের এক্সিম ব্যাংকের বৃত্তি প্রদান

 গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে এক্সিম ব্যাংক।

আজ মঙ্গলবার (২৩ রভেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।

এ সময় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহজাহান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মোজাহার আলী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. সালেহ আহমেদ, আইন অনুষদের ডিন ড. মো: রাজিউর রহমান, এক্সিম ব্যাংক, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো: নাজমুল আল মামুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ১৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2022 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com