Banglar Chokh | বাংলার চোখ

ঝালকাঠিতে  আনসি গোল্ড সরিসার তৈল কারখানা উদ্ধোধন

কর্পোরেট

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৭, ১ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ঝালকাঠিতে  আনসি গোল্ড সরিসার তৈল কারখানা উদ্ধোধন

নিজস্ব ছবি

ঝালকাঠিতে হাবিব অয়েল ইন্ডাস্ট্রি ‘আনসি গোল্ড সরিসা’র তৈল কারখানা উদ্ধোধন হয়েছে। শুক্রবার বিকেলে বিসিক শিল্পনগরীতে কোম্পানীর নিজস্ব কারখানায় এ অনুষ্ঠান হয়।

ঝালকাঠি জেলায় এই প্রথম অত্যাধুনিক সংক্রিয় মেশিনে কাঠের ঘানিতে সরিসার তৈল কারখানা স্থাপন হল। মিলাদে জেলা পরিষদ সদস্য শামসুল ইকরাম পিরু, হাবিব অয়েল ইন্ডাস্ট্রির আনসি গোল্ড সরিসার তৈল কোম্পানীর প্রোপাইটার মো. ফজলুল করিম নজরুল, ঝালকাটি প্রেসক্লাবের সহ-সভাপতি আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, সহ-সাধারন সম্পাদক এস এম রেজাউল করিম, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি হাসনাইন তালুকদার দিবস, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, আনাসি গোল্ড সরিসার তৈল কোম্পানীর পরিচালক (মিডিয়া) রুহুল আমিন রুবেল। 

কোম্পানীর প্রোপাইটার মো. ফজলুল করিম নজরুল বলেন, ঝালকাঠিতে ইতিপুর্বে এখানে মান সম্মত কোন সরিসার তৈল উৎপাদন না থাকায় এমন একটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেই। আমাদের এই আনসি গোল্ড সরিসার তৈল কারখানায় উৎপাদিত তৈল সারা দেশে সরবারাহ করা হবে।
 

সর্বশেষ

জনপ্রিয়