ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:২২, ৭ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং সবার জন্য মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’র ব্যানারে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন কয়েকশ ব্যবসায়ী। তাদের এই অবস্থান কর্মসূচির ফলে ভবন সংলগ্ন সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীদের এই সংগঠনের সাধারণ সম্পাদক আবু সায়ীদ পিয়াস জানান, দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল থেকেই সারা দেশে মোবাইল ফোনের দোকান ও মার্কেট বন্ধ রাখা হয়েছে। বিটিআরসির সামনে অবস্থান নিয়ে তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন।
ব্যবসায়ীদের মূল দাবি ও অভিযোগ আন্দোলনরত ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বর্তমান কাঠামোতে বাস্তবায়ন করা হলে দেশের লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাদের মতে, নতুন এই নিয়মের ফলে কেবল একটি ‘বিশেষ গোষ্ঠী’ বা সিন্ডিকেট লাভবান হবে। অন্যদিকে, বাড়তি করের প্রভাবে সাধারণ গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দাম অহেতুক বেড়ে যাবে।
প্রেক্ষাপট বিটিআরসি ঘোষণা দিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বা মোবাইল ফোন নিবন্ধন প্রক্রিয়া পুরোপুরি কার্যকর করা হবে। এর মাধ্যমে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে এবং অবৈধভাবে দেশে আনা বা অনিবন্ধিত ফোন নেটওয়ার্কে সচল থাকবে না।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈধ পথে মোবাইল আমদানির শুল্কহার কমানো হয়েছে এবং প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। তবে ব্যবসায়ীরা আমদানিতে সিন্ডিকেট ভেঙে সবার জন্য সমান সুযোগ দাবি করছেন।