Banglar Chokh | বাংলার চোখ

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রেশ সিরামিকসএক্সক্লুসিভ ডিলার শোরুমে উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৫৫, ২১ নভেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রেশ সিরামিকসএক্সক্লুসিভ ডিলার শোরুমে উদ্বোধন

নিজস্ব ছবি

নান্দনিক ডিজাইন ও গুণগত মানের টাইলসের নিশ্চয়তা নিয়ে ফ্রেশ সিরামিকস প্রতিনিয়ত তাদের বিপণনের পরিধি বিস্তৃত করে যাচ্ছে।এ লক্ষ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলার টাইলস কাস্টমারদের সুবিধার কথা বিবেচনা করে,রবিবার ২০ নভেম্বর ২০২২ সকালে ব্রাহ্মণবাড়িয়া পুনিয়াউট বাইপাস মোড়ে মেঘা বিল্ডার - এর এক্সকুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। ফ্রেশ সিরামিকস এর সিওও এ.কে.এম.জিয়াউল ইসলাম ফিতা ও কেক কেটে শোরুমটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেশ সিরামিকস এর ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলম, ডেপুটি ম্যানেজার (সেলস)মোঃমোস্তাফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ (সেলস)অর্পন কুমার চন্দ্র,এক্সিকিউটিভ (সেলস) মোঃতারিকুল ইসলামসহ মেঘা বিল্ডাস এর সত্ত্বাধিকারী সুমন রায় রিটন,
সুবীর রায় এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৫০০ স্কয়ার ফিটের এই নতুন এক্সক্লুসিভ ডিলার শোরুমে কাস্টমাররা ফ্রেশ সিরামিকস এর সকল সাইজের ও সকল ডিজাইনের টাইলস দেখতে পারবে

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়