Banglar Chokh | বাংলার চোখ

নৃগোষ্ঠী কৃষকদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্দে্যাগে স্বল্প সুদে ঋণের চেক বিতরণ

বিভাস কৃষ্ণ চৌধুরী টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩

নৃগোষ্ঠী কৃষকদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্দে্যাগে স্বল্প সুদে ঋণের চেক বিতরণ

নিজস্ব ছবি

 বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী টাঙ্গাইলে নৃগোষ্ঠী কৃষকদের মাঝে ৪ শতাংশ রেয়াতি মুনাফা হারে কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক টাঙ্গাইল—এর উদ্যোগে ফেব্রুয়ারি রোববার সকালে শহরের সেবা টাওয়ার মিলনায়তনে প্রায় তিন শতাধিক নৃগোষ্ঠী কৃষকদের মাঝে ৩ কোটি ৫০ লক্ষ টাকার চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ উপলক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো: শাজাহান সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসএমই ও কৃষি বিভাগের প্রধান মো: আব্দুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর টাঙ্গাইল অঞ্চলের জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপক আব্দুল খালেক, বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ—পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার,  এসএমই এন্ড এগ্রি ইনভেষ্টমেন্ট বিভাগের এভিপি ও ইউনিট প্রধান মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সৃষ্টি ইন্টারন্যাশনাল শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক ড. শরিফুল ইসলাম রিপন, শাহজালাল ইসলামী ব্যাংক থেকে নেওয়া ঋণ গ্রহীতা উপকারভোগী নৃগোষ্ঠী সদস্যদের মধ্যে আনারস চাষে সাবলম্বী রুপালী নকরেক, ভূট্টা চাষে লুইস তুষার রিসিল, ড্যালিয়েল কুবিসহ  অন্যান্য উপকারভোগীগণ। বক্তাগণ ব্যাংকের সহজ সরল সর্তে ঋণ পেয়ে তারা কিভাবে নিজেদেরকে সাবলম্বী করতে পেরেছেন তা বিস্তারিতভাবে উপস্থিত সকলের সামনে উপস্থাপন করতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন। এসএমই ঋণ প্রদান সংক্রান্ত বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংক সখিপুর বড়চওনা শাখার ম্যানেজার আলামিন মন্ডল, ময়মনসিংহ হালুয়াঘাট শাখার ম্যানেজার জুলফিকার আলী, জামালপুর শাখার ম্যানেজার মো. হাবিবুর রহমান, তাপস ট্রেডার্স এর স্বত্ত্বাধীকারী এস এম শরিফুল ইসলাম, দাস ট্রেডার্স এর পরিচালক পাপন কুমার বানু, সারদা ট্রেডার্স এর স্বত্ত্বাধীকারী সংকর সরকার, সখিপুর কালীদাস এর আইপেজ বাংলাদশ এর ইন্টারনেট ভিত্তিক উদ্ভাবনী প্রযুক্তি সংক্রান্ত সেবামূলক পরিচালক মামুনুর হোসাইন সুহৃদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী উপ—পরিচালক মো. নুরুল ইসলামসহ অত্র বিভাগের অন্যান্য কর্মকর্তা, টাঙ্গাইল জোনের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তগণ।  শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতি, শাহজালাল ব্যাংক এর সার্বিক উন্নতি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর জন্য দোয়া করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়