
ফাইল ফটো
চলতি মাসের ২৩ বা ২৪ তারিখে শুরু হচ্ছে পবিত্র রমজান। রমজানে মানুষের যাতে কষ্ট না হয়, সে জন্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে সরকার। এ জন্য স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়। সভায় বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
জানা গেছে, সভায় রমজানকেন্দ্রিক নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তুলে ধরা হয়। সভায় জানানো হয়, দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। চিনির কিছুটা সংকট রয়েছে। তবে চিনির সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। শুল্ক প্রত্যাহার করা হয়েছে। শিগগির এ সমস্যার সমাধান হবে বলে বৈঠকে জানানো হয়।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আমাদের সময়কে বলেন, দেশে ভোগ্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। চিনির কিছুটা সংকট ছিল। সে সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন বিশেষ ভূমিকা রাখবে। এ ছাড়া টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারের মধ্যে সুলভমূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে। পাশাপাশি অনিয়ম বন্ধে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।