Banglar Chokh | বাংলার চোখ

দিনাজপুরে মেঘনা ফ্যাশন হাউস উদ্বোধন  

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:১২, ২২ মার্চ ২০২৩

দিনাজপুরে মেঘনা ফ্যাশন হাউস উদ্বোধন  

নিজস্ব ছবি

সুতার কাজের থ্রি-পিচ, ব্লক-বাটিক হ্যান্ড প্রিন্ট বিভিন্ন ধরনের পোশাক নিয়ে দিনাজপুরে মেঘনা ফ্যাশন হাউজের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রুপের এডমিন সম্পা দাস মৌ। 
২১ মার্চ (মঙ্গরবার) সন্ধ্যায় দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী (আইনকলেজ মোড়) এ্যাড. শামসুদ্দিন আহমেদ সড়কে মেঘনা ফ্যাশন হাউস-এর উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রুপের এডমিন ও সভাপতি সম্পা দাস মৌ ছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তাবর্গ গ্রুপের কো-অর্ডিনেটর শাকিলা আফরোজ রিপা, সায়কা ইয়াসমিন এলিন, মডারেটর রতœা খোকন, ভলেন্টিয়ার মো. সাঈদ মাহমুদসহ দিনাজপুরের উদ্যোক্তাবর্গের অন্যান্য উদ্যোক্তাবৃন্দ। অনলাইনে যুক্ত ছিলেন দিনাজপুরের উদ্যোক্তাবর্গ-এর সদস্য সচিব হুমায়ুন কবীর প্রধান। 
দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রুপের এডমিন সম্পা দাস মৌ বলেন, পরিবার পরিজন পরিবেশ এমন বিষয় আছে একজন নারীকে এগিয়ে যেতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিন্তু স্বপ্ন আর দৃঢ়তা মেঘনাকে পিছিয়ে রাখতে পারেনি। একজন মানুষের চেষ্টার উর্ধ্বে কোন কিছু নেই। একজন উদ্যোক্তাই পারে নতুন নতুন সম্ভাবনার দাঢ়প্রান্তে পৌছে যেতে। আমরা প্রত্যেকটি উদ্যোক্তা যে পরিমাণ শ্রম দিয়ে যুদ্ধ করে যাচ্ছি। বিজনেস সামলানো সঙ্গে এই প্লাটফরমকে সামলানো, এই প্লাটফরমের মাধ্যমে বিভিন্ন ধরনের সেমিনারগুলো হয় এই সেমিনারগুলোকে সামলানো এই সবকিছু মিলিয়ে আমরা বলব যে, সৃষ্টিকর্তার আশির্বাদে আমরা সকলে ভালো আছি। তারই ধারাবাহিকতায় আজকের এই মেঘনা ফ্যাশন হাউস-এর উদ্বোধন করা হলো।  
তিনি আরও বলেন, দিনাজপুর উদ্যোক্তাবর্গ এর উদ্যোক্তা নায়না জামান মেঘনা ঘরে বসেই একটু একটু করে কাজ করার সফলতারই ফল এই মেঘনা ফ্যাশন হাউস। নানা চড়াই উৎরাই ক্রেতাদের কাছে দেশীয় পোশাকের এক বিশ্বস্ত নামে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি এই ফ্যাশন হাউজের সফলতার জন্য সকলের সহযোগিতার পাশাপাশি দোয়া ও প্রার্থনা কামনা করেন। 
স্বাগত বক্তব্যে মেঘনা ফ্যাশন হাউস-এর স্বত্বাধিকারী ও দিনাজপুরের উদ্যোক্তাবর্গ এর উদ্যোক্তা নায়না জামান মেঘনা বলেন, এখানে আমাদের নিজস্ব ডিজাইনে তৈরি রুচিসম্মত সুতার কাজের থ্রি-পিচ, বিভিন্ন ধরনের পোশাক, ব্লক-বাটিক, হ্যান্ড প্রিন্টের পোশাক পাওয়া যায় এবং পছন্দ অনুযায়ী পোশাকের অর্ডার নেয়া হয়।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়