Banglar Chokh | বাংলার চোখ

দিনাজপুরের উদ্যোক্তাদের উন্নয়নে প্রশিক্ষণ দিল ঢাকা ব্যাংক

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ২০ মে ২০২৩

দিনাজপুরের উদ্যোক্তাদের উন্নয়নে প্রশিক্ষণ দিল ঢাকা ব্যাংক

নিজস্ব ছবি

দিনাজপুর এলাকাধীন নতুন উদ্যোক্তা (নারী ও পুরুষ) উন্নয়নে ঢাকা ব্যাংকের উদ্যোগে দিনাজপুরের উদ্যোক্তাবর্গ এর সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
২০ মে (শনিবার) দিনাজপুর প্রেসক্লাব-এর এম আব্দুর রহিম মিলনায়তনে ঢাকা ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার আয়োজনে এবং দিনাজপুর উদ্যোক্তাবর্গের সার্বিক সহযোগিতায় নতুন উদ্যোক্তা (নারী ও পুরুষ) উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও কর্মশালায় ঢাকা ব্যাংক দিনাজপুর শাখার এসএভিপি ও ম্যানেজার এ এন এম আযম মেহরাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সহজ শর্তে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা দিতে হবে। আধুনিক প্রযুক্তিতে উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তুলতে দিনাজপুরের উদ্যোক্তাবর্গের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে। পুরুষ শাসিত সমাজে নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করতে পারলে তারা তাদের নিজস্ব পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা সব সময় চাই, নারীরা এগিয়ে যাক, দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখুক। তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি আমাদেরই করে দিতে হবে। যাতে করে তারা উঠে আসতে পারে দেশের যেকোনো প্রান্ত থেকে। আমরা নারী উদ্যোক্তাদের ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জানাতে চাই। 
দিনাজপুরের উদ্যোক্তাবর্গ-এর পরিচালক সম্পা দাস মৌ-এর সঞ্চালনায় প্রশিক্ষণ ও কর্মশালার উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটোয়ারী বিজনেস হাউস লিমিটেড-দিনাজপুর এর ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, স্বাস্থ্য উদ্যোক্তা ডাঃ ডিসি রায় ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। অংশগ্রহনকারী উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন রোমেনা আক্তার মনি, সাঈদ মাহমুদ। সভাপতির বক্তব্যে ঢাকা ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার এএনএস আযম মেহেরাব বলেন, বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত শ্রেষ্ঠ উৎপাদনশীল খাত বান্ধব ব্যাংক, যা আপনার উদ্যোগ এবং আমাদের সহযোগিতা একজন উদ্যোক্তা হিসেবে আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রশিক্ষণ ও কর্মশালায় ১৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়