Banglar Chokh | বাংলার চোখ

তিস্তার পানি বিদৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে  

সারাবাংলা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

তিস্তার পানি বিদৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে  

ছবি:সংগৃহীত

রংপুরে তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার কাউনিয়া পয়েন্টে রোববার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বাড়ছে। এতে তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, তিস্তার পানি এখন বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানির উচ্চতা কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সর্বশেষ

জনপ্রিয়