Banglar Chokh | বাংলার চোখ

দুই মাসেই ধ্বসে পড়লো দাকোপের চালনা খালের স্লুইচ গেট

সারাবাংলা

বিধান চন্দ্র ঘোষ দাকোপ (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ২০ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

দুই মাসেই ধ্বসে পড়লো দাকোপের চালনা খালের স্লুইচ গেট

নিজস্ব ছবি

খুলনার দাকোপে চালনা পৌরসভার বৌমার গাছতলা নামক স্থানে চালনা খালে উপর নব নির্মিত স্লুইচ গেটটি উদ্বোধনের দুই মাসের মধ্যেই ধ্বসে পড়েছে । পশুর নদীর জোয়ারের পানির চাপে গেটটির তলদেশ ও উপরে ঢালাই ছাঁদের কিছু অংশ ধ্বসে গিয়ে অবাধে এলাকায় পানি প্রবেশ করছে।  

সরেজমিনে এলাকাবাসি সূত্রে জানা গেছে, চালনা পৌরসভায় দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (জিওবি ও এডিবি) আওতায় চালনা খালের উপর নির্মিত হয় স্লুইচ গেটটি। এছাড়া পৌরসভার উন্নয়নে খাল, পুকুর, খননসহ মোট ১৩টি কাজ চলমান রয়েছে। জানা গেছে রিলায়েবল বিল্ডার্স আল মামুন এন্টারপ্রাইজ (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলি বাস্তবায়ন করছে। এ কাজে মোট বরাদ্দের পরিমান ২৬ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৪২৮ টাকা। কাজের চুক্তিমূল্য ২৩ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ২৯৪ টাকা। গেটটি উদ্বোধনের দুই মাসের মধ্যেই এভাবে ধ্বসে পড়ায় এলাকায় চলছে ব্যাপক সমালোচনার ঝড়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিষয়েটি নিয়ে বিরুপ মন্তব্য করছে নেটিজেনরা।    

নাম প্রকাশে অনিচ্ছুক চালনা খালপাড়ের একাধিক ব্যক্তি জানান, অত্যান্ত নিম্ন মানের সমগ্রী ব্যবহার করায় উদ্বোধনের দুই মাসের মধ্যে স্লুইচ গেটটির তলদেশ ও উপরের ঢালাই ছাঁদের কিছু অংশ ধ্বসে পড়েছে। গেটটি ধ্বসে পড়ার কারণে প্রধান সড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। বর্তমানে গেটের ভিতর দিয়ে প্রচন্ড বেগে নদীর পানি ভিতরে অবাধে প্রবেশ করছে। পানির চাপ আরো বাড়লে যে কোন সময় ওয়পদা রাস্তা ও গেট ভেঙে এলাকার আমন ধানের মাঠ প্লাবিত হওয়ার আশংকা বিরাজমান।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহিনুর রহমান জানান, ভুল ডিজাইনের কারণে গেটের তলদেশের মাটি সরে গিয়ে গেটটি ধ্বসে পড়েছে। 
এবিষয়ে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, গেটের তলদেশের মাটি সরে গিয়ে বড় ছিদ্রের সৃষ্টি হয়ে এলাকায় পানি প্রবেশ করছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত গেটটি মেরামতের ব্যাবস্থা নেওয়া হচ্ছে।  
 

সর্বশেষ

জনপ্রিয়