Banglar Chokh | বাংলার চোখ

নদ-নদী পানি বৃদ্ধিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

সারাবাংলা

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ১ অক্টোবর ২০২৩

সর্বশেষ

নদ-নদী পানি বৃদ্ধিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নিজস্ব ছবি

খুলনার পাইকগাছায় নদ-নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধিতে বিভিন্ন এলাকার ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। কোথাও বাঁধ ভেঙ্গে আবার কোথাও বাঁধ উপচে নদীর পানিতে তলিয়ে গেছে। নদ-নদীতে জোয়ারের অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকার ওয়াপদার ভয়াবহ ভাঙ্গনকবলিত বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

কোন কোন এলাকায় নানা আশঙ্কায় রীতিমত আতংকগ্রস্ত হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। উপজেলার বোয়ালিয়া জেলে পল্লী সহ বিভিন্ন এলাকার ফসলি জমি প্লাবিত। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান। শনিবার দুপুরে পূর্ণিমার প্রভাবে শিবসা ও কপোতাক্ষ নদ সহ উপজেলার অন্য নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়ার বাঁধ ভেঙে ও উপচে জেলে পল্লীর সব ঘর বাড়ি সম্পূর্ণ কপোতাক্ষ নদের পানিতে তলিয়ে যায়।

বাঁধ উপচে পৌর বাজারের কাঁকড়া মার্কেট, চিংড়ি বিপণন মার্কেট, মাছ বাজার, ফল বাজার ও সবজি বাজারে পানি উঠে যায়। এছাড়া হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটী, সোনাতনকাটী ও মাহমুদকাটী, রাড়–লী ইউনিয়নের রড়–লী জেলে পল্লী, লস্কর ইউনিয়নের আলমতলা সহ বিভিন্ন এলাকার ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এসব এলাকার অনেকগুলো স্থান অধিক ছুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ওই এলাকার মানুষ। এছাড়া পোল্ডারের বাইরের অনেক চিংড়ী ঘের তলিয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা। ক্ষতিগ্রস্ত এলাকায় যান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

এ সময় ইউএনও ক্ষতিগ্রস্ত এলাকার বর্ণনা দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। যেসব এলাকার টেন্ডার প্রক্রিয়া চূড়াান্ত রয়েছে সেখানে দ্রুত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন। এছাড়া স্থানীয় জন প্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ দেন। ক্ষতিগ্রস্তের সাথে কথা বলে তাদেরকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া ও হরিঢালীর প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

জনপ্রিয়