প্র্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৪, ৭ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
সিরাজগঞ্জের পৌর এলাকার রহমতগঞ্জ ও ভাংগাবাড়ির দুই মহল্লার মধ্যে দুই দিন ধরে দফায় দফায় চলছে সংঘর্ষ। রাতেও সংর্ঘষে লিপ্ত হচ্ছে দুই মহল্লাবাসী। সংঘর্ষে উভয় গ্রামের প্রায় ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আজ রোববার ৭ ডিসেম্বর সকালে আবারও কাঠেরপুল বাজারে এলাকায় দুই মহল্লাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংর্ঘষ জড়িয়ে পড়ে। এর আগে শনিবারও রাতে দুই মহল্লাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, পূর্ব শূত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই মহল্লাবাসীর মধ্যে দ্বন্দ শুরু হয়। রোববারের এ সংঘর্ষ প্রায় ২ ঘণ্টাব্যাপী চলে। পরে পুলিশ এসে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে সড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে সংঘর্ষ থেমে গেলে পুনরায় যান চলাচল শুরু হয়। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগও দেয়নি।