Banglar Chokh | বাংলার চোখ

সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে সিংগাইর প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সারাবাংলা

মুহ.মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ

প্রকাশিত: ১৯:৪১, ৩ নভেম্বর ২০২৩

সর্বশেষ

সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে সিংগাইর প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব ছবি

গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক দলের কর্মসূচিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সিংগাইর প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের আহ্বায়ক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রকিবুল হাসান বিশ্বাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন-প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ (ভোরের কাগজ), মো. আতাউর রহমান (মানবজমিন), সাইফুল ইসলাম তানভীর (দেশ-রুপান্তর), মোহাম্মদ আলী রিপন (সমকাল) ও মোস্তাক আহমেদ (মানবকন্ঠ)।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ঝুঁকিমুক্ত পরিবেশে সংবাদ পরিবেশন করার পরিবেশ সৃষ্টির দাবিও জানান তারা।

প্রতিবাদ সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মো. হাবিবুর রহমান মোল্লা (ভোরের পাতা)।
আরো উপস্থিত ছিলেন- মো সোহরাব হোসেন (নয়াদিগন্ত), মুহ.মিজানুর রহমান বাদল (দৈনিক যুগান্তর), সময়ের সাথে পত্রিকার সম্পাদক মো. জয়নাল আবেদীন, মো. ইয়াকুব হোসেন (সংবাদ সারাবেলা) ও আব্দুল্লাহ আল মামুন (আজকালের খবর)।

সর্বশেষ

জনপ্রিয়