ঢাকা, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

২৫ অগ্রাহায়ণ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

গণঅভ্যুত্থানে শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা-ভাঙচুর

প্র্রতিনিধি

প্রকাশ: ২৩:৪৭, ৮ ডিসেম্বর ২০২৫

গণঅভ্যুত্থানে শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা-ভাঙচুর

বগুড়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা-ভাঙচুর।  ছবি :সংগৃহীত

বগুড়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় শহীদ কমর উদ্দিনের নাতি শিমুলসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) রাতে শহরের আকাশতারা খাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, রাতে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলেন শিমুল। এ সময় কয়েকজন যুবক হঠাৎ এসে তাকে ধারালো রামদা দিয়ে আঘাত করতে থাকেন।  তাকে বাঁচাতে গেলে দুই স্থানীয় বাসিন্দাকেও হামলাকারীরা মারধর করেন। পরে শিমুলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা পরে শহীদ কমর উদ্দিনের বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে মোটরসাইকেলসহ মূল্যবান মালামাল লন্ডভন্ড করে দেয়। এ সময় তারা টাকা-পয়সাও লুট করে নিয়ে যায়।

শহীদ কমর উদ্দিনের মা জমেলা বেগম বলেন, ‘আমার ছেলে দেশের জন্য জীবন দিল, আর আজ আমাদের বাড়িতেই হামলা। আমরা কি একটু শান্তিতে থাকতে পারব না?  আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম বলেন, ‘শহীদ পরিবারের ওপর হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন