ফাইল ছবি
হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসরাত হোসেন আলভী (১৪) নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ১৪নং শিকারপুর ইউপির ৯নং ওয়াডস্থ অক্সিজেন-কুয়াইশ সড়কের হাটহাজারী শিকারপুর ইউনিয়নের এভারকেয়ার হাসপাতালের অদূরে বেল্লা বাপের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী মডেল থানার আওতাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন সুমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত আলভী বায়েজিদ থানার ওয়াজদিয়া ৩নং ওয়ার্ডের নিদ্দা পাড়ার নুর আহম্মদ কোম্পানির বাড়ীর প্রবাসী ইকবাল হোসেনের পুত্র। সে নগরীর হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
একই ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আশরাফুল আলম (১৭) নামের আরও একজন। সে বর্তমানে অনন্যা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে।
গুরুতর আহত আশরাফুল আলম বায়েজিদ থানার ওয়াজদিয়া ৩নং ওয়ার্ডের হাজী পাড়ার জাফর মিস্ত্রী বাড়ীর প্রবাসীর শাহজাহানের পুত্র। সে বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোটরসাইকেল (চট্টমেট্রো-ল ১৬-৩৭৬৫) নিয়ে ইসরাত হোসেন আলভী ও আশরাফুল আলম অনন্যা আবাসিক এলাকার উল্লেখিত স্থানে ঘুরতে যায়। এ সময় মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে রাস্তার স্পিডব্রেকারে চালক আলভী বাইক নিয়ন্ত্রন করতে না পেরে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক আলভী নিহত হয়।
দুর্ঘটনার পর পর আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত আশরাফুল আলমকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করান। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত আলভী সেখানেই চিকিৎসাধীন আছে বলে সূত্রে জানা গেছে।