Banglar Chokh | বাংলার চোখ

পাইকগাছায় বিশ্ব টয়লেট দিবস পালিত

সারাবাংলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩০, ১৯ নভেম্বর ২০২৩

সর্বশেষ

পাইকগাছায় বিশ্ব টয়লেট দিবস পালিত

নিজস্ব ছবি

খুলনার পাইকগাছায় বাণিজিক শহর কপিলমুনি বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার ১৯ নভেম্বর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (র্ডপ) এর সহেযোগীতায় কপিলমুনি ইউপি আয়োজন করে টয়লেট ব্যবহারে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ‘ইনক্রিজিং অ্যাক্সেস টু ইম্প্রুভড ওয়াশ সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্প-এর উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি সকাল ১১টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠ প্রঙ্গনে এসে শেষ হয়েছে। র‌্যালিটি উদ্বোধন করেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান। এরপর স্কুল হলরুমে ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াসিন আলী খান, ইউপি সচিব আ. গণি গাজী, ইউপি সদস্য মো. ইউনুচ আলী ও শিক্ষক এসএম আবুল হুসাইন প্রমুখ। আলোচনাসভা ও র‌্যালি সঞ্চালনা করেন ডরপ প্রতিনিধি হাসি আক্তার। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য ছখিনা বিবি, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত টয়লেটের স্বল্পতা ও আমাদের অসচেতন ব্যবহারের ফলে প্রয়োজনের সময় ব্যবহারোপযোগী টয়লেট পাওয়াই যায় না। অথচ একটু সচেতনভাবে ব্যবহার করলেই সম্ভব এই সমস্যার সমাধান।

সর্বশেষ

জনপ্রিয়