
রাঙ্গাবালীতে উচ্ছেদে অভিযান
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে । মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাহেরচর বন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফাকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় খাস জমিতে নির্মাণাধীন ৫ টি ভবনের অবকাঠামো গুড়িয়ে দেয়া হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে, উপজেলার বাহেরচর বন্দরের বিভিন্ন জায়গায় পাকা-আধাপাকা অবৈধ স্থাপনা নির্মান করে সরকারি খাস জমি দখল করে রেখেছেন অবৈধ দখলদাররা।
এনিয়ে তাদের বিভিন্ন সময় নোটিশ প্রদান করা হয়। সর্বশেষ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফাকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার বাহেরচর বাজার সংলগ্ন খাদ্যগুদাম রোড এলাকায় সরকারি খাস জমিতে নির্মাণাধীন ৫ টি ভবনের অবকাঠামো গুড়িয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।