Banglar Chokh | বাংলার চোখ

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

মেহেরপুর প্রতিনিধিা

প্রকাশিত: ০১:২৩, ২৫ জুলাই ২০২২

আপডেট: ০১:২৪, ২৫ জুলাই ২০২২

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

নিজস্ব ছবি

মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন, জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় দেশব্যাপী “জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২” উপলক্ষে  মেহেরপুর জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকালে নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রেলি  অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক ড মুনসুর আলম খান এর সভাপতিত্বে ডিসি অফিসের সামনে থেকে একটি রেলি বের হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এসময়  জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান সহ উপজেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়