Banglar Chokh | বাংলার চোখ

 পাথরঘাটায় ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিদের প্রতিবাদ সমাবেশ

পাথরঘাটা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০১, ২৭ সেপ্টেম্বর ২০২২

 পাথরঘাটায় ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব ছবি

ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিদের কথায় কথায় চাকরী ছাটাই বন্ধ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টিএ-ডিএ বৃদ্ধি, নীতি বহির্ভূত প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ও চাকুরী নিশ্চিতকরণসহ চাকুরীর নীতিমালা প্রণয়নের দাবীতে বরগুনার পাথরঘাটায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা শেখ রাসেল স্কায়র চত্তরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন, পাথরঘাটা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তারা বলেন, তাদের উল্লেখিত দাবী বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এসময় উপস্থিত ছিলেন, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন, পাথরঘাটা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম ও কোষধ্যক্ষ মিরাজ মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়